২১ মে, ২০২০ ২২:০৮
মৌলভীবাজারের কমলগেঞ্জে কর্মহীন ৪০ জন চা শ্রমিকদের মধ্যে সঙ্কটে খাদ্য সহায়তা প্রদান করেছে রেটোরিক ফোর। বৃহস্পতিবার (২১ মে) বিকালে শমশেরনগর গির্জা মিশনে আনুষ্ঠানিকভাবে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়।
রেটোরিক ফোর এর পক্ষ থেকে শমশেরনগর, কানিহাটি, দেওছড়া ও চাতলাপুর চা বাগানের অসহায়, কর্মহীন ৪০ জন চা শ্রমিকের মধ্যে চাল, তেল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক সৈয়দ মহসিন পারভেজ, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি এম, এ, হামিদ, শমশেরনগর ইউপি সদস্য ইয়াকুব আলী, সীতারাম বীণ, সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ, নূরুল মোহাইমীন মিল্টন, জয়নাল আবেদীন, চাতলাপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি সাধন বাউরী, নারীনেত্রী মেরী রালফ, মিখাইল পিরেগু।
আপনার মন্তব্য