![বড়লেখার বর্ণিতে শহীদ জিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত](https://www.sylhettoday24.news/images/news/thumb/160791.jpeg)
২৯ মে, ২০২০ ২৩:২৬
শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালের নার্সিং কর্মকর্তা রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, রুহুল আমিন করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়েন। মানবিকযোদ্ধা হিসেবে তিনি দায়িত্ব পালন করতে গিয়ে নিজেই মৃত্যুকে আলিঙ্গন করেছেন। তিনি বাংলাদেশের মধ্যে প্রথম শহীদ ব্রাদার। মানবসেবায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ রুহুল আমিনের রূহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, করোনা আক্রান্ত রুহুল আমিন শুক্রবার রাত সোয়া ১০টার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
আপনার মন্তব্য