১৫ জুন, ২০২০ ২১:২২
বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের পক্ষে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন।
এক শোক বার্তায় অধ্যাপক আবেদ হোসেন বলেন, বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে সিলেটের জনসাধারণের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। সিলেটবাসী হারালো তাদের একজন বিশ্বস্ত অভিভাবক।
শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, রোববার (১৫ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরউদ্দিন আহমদ কামরান মারা যান।
আপনার মন্তব্য