সিলেটটুডে ডেস্ক

১৯ অক্টোবর, ২০১৫ ২৩:১৩

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে বিভিন্ন পূজা মন্ডপে অনুদান প্রদান

সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে সিলেটের বিভিন্ন মন্দিরে বরাদ্ধকৃত অনুদান বিতরন করা হয়। সোমবার এই কার্যক্রম শুরু হয় সিলেট রামকৃষ্ঞ মিশন ও আশ্রম পূজা মান্ডপ থেকে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপির পক্ষ থেকে প্রাপ্ত নগদ অনুদান রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দনাথানন্দজী মহারাজের হাতে তুলে দেন নবনিযুক্ত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সিলেট বিভাগের ট্রাষ্টি চন্দন রায়। বিভিন্ন মন্দিরে ট্রাষ্টের নগদ অনুদান বিতরনে উপস্থিত ছিলেন-সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব গৌতম চক্রবর্তী, কাউন্সিলর জিল্লুর রহমান উজ্জল, অর্থমন্ত্রী ব্যক্তিগত কর্মকর্তা কীশোর ভট্টাচার্য্য জনি, সাংস্কৃতিক সংগঠক রজত কান্তি গুপ্ত, শৈলেন কুমার কর, রুহুল মালিক ছোটন, এপেক্সিয়ান চন্দন দাস প্রমুখ।

উল্লেখ্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট সিলেট বিভাগ এর পক্ষ থেকে সিলেটের চার জেলায় বিভিন্ন পূজা মান্ডপে দূর্গাপূজা উপলক্ষে এই অনুদান প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত