ডেস্ক রিপোর্ট

০৬ ডিসেম্বর, ২০১৫ ১৮:৪৮

টুকেরবাজারে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকে বিতরণ

খন্দকার মালিক ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তথ্য প্রযুক্তি যুগে টিকে থাকলে হলে নতুন প্রজন্মকে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলত হবে। বিশ্বায়নের এ যুগে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের মাধ্যমে ঘরে বসেই অধিক আয় করা সম্ভব। বর্তমান সকল অফিস-আদালতে কম্পিউটার ব্যবহার বাধ্যতা মূলক হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হয়। তাই কম্পিউটার শিক্ষার কোন বিকল্প নেই।

তিনি গতকাল ৬ ডিসেম্বর রোববার সকালে সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে খন্দকার মালিক ফাউন্ডেশন পরিচালিত টুকেরবাজার ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহিদ আহমদের সভাপতিত্বে ও প্রশিক্ষক মাছুম আহমদের পরিচালনায় সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী বিএনপি নেতা আবু ইছা মেম্বার, আব্দুস সালাম মেম্বার, আলহাজ্ব মিছবাহ উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি এ.কে.এম তারেক কালাম, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, শাহ খুররম ডিগ্রি কলেজের অধ্যাপক কমর উদ্দিন আহমদ, টুকেরবাজার আল ইসলাহ সমাজকল্যাণ পরিষদের সভাপতি হাফিজ জুনাইদ আহমদ, খন্দকার মালিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার নূর আহমদ, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, নূরুল ইসলাম, হাফিজুর রহমান, শাহাব উদ্দিন লাল, সিদ্দিকা বেগম, সৌদী প্রবাসী আতাউর রহমান, ছাত্রদল নেতা আলতাফ হোসেন সুমন, শামীম আহমদ, এহতেশামুল হক সবুজ, এনামুল হোসেন, মোস্তাক আহমদ, উসমন হারুন পনির, দুলাল রেজা, ফয়জুল আলম, রাজু আহমদ, কামরান আহমদ।

প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফাবিহা ফেরদৌস জুই, নিলাদ হোসেন প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুর্শেদ আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত