বড়লেখা প্রতিনিধি:

০৪ জুলাই, ২০২২ ১৪:১০

আমান গ্রুপের উদ্যোগে বড়লেখায় ত্রাণ সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের বড়লেখায় আমান গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আমান সিমেন্ট ও আমান ফিড মিলস লিমিটেডের যৌথ উদ্যোগে বন্যাদুর্গত ৪০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ জুলাই) সকাল ১০টায় বড়লেখা পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বিতরণ অনুষ্ঠান হয়।

বড়লেখা পৌরসভা, তালিমপুর ও বড়লেখা সদর ইউনিয়ন বন্যাদুর্গত মানুষের মাঝে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। বিতরণ কার্যক্রমে সহায়তা করেছে বাংলাদেশ স্কাউট বড়লেখা উপজেলা ও পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট ইউনিট।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, বিস্কুট, লবণ, ভোজ্যতেল, চিড়া, চিনি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতিসহ প্রয়োজনীয় সামগ্রী।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটের সম্পাদক জ্যেষ্ঠ শিক্ষক রিয়াজুল ইসলাম।

উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।

অন্যদের মাঝে বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, আমান সিমেন্টের উপ মহাব্যবস্থাপক (বিপণন) জিয়াউল ইসলাম খান, বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, বড়লেখা কোর্টের এপিপি গোপাল চন্দ্র দত্ত, আমান গ্রুপের ব্যবস্থাপক (প্রশাসক) মুস্তাফা মুরাদ ইমরান, আমান ফিড মিলস লিমিটেড সিলেট জোনের ব্যবস্থাপক (বিপণন) মো. রায়হান ইসলাম, আমান সিমেন্ট মিলস লিমিটেড সিলেট জোনের ব্যবস্থাপক মো. আসাদ মিয়াসহ আমান আমান গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আমান সিমেন্টের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিতরণ অনুষ্ঠানে আমান সিমেন্টের উপ মহাব্যবস্থাপক (বিপণন) জিয়াউল ইসলাম খান বলেন, ‘আমান গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আমান সিমেন্ট বন্যাসহ নানা দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় বড়লেখায় বন্যাদুর্গত প্রান্তিক এলাকার মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। সকালে আনুষ্ঠানিক বিতরণ কার্যক্রম শুরুর পর আমরা দুর্গতদের বাড়ি বাড়ি ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি। আমান গ্রুপ দুর্গত মানুষের পাশে সব সময় থাকবে।’

আপনার মন্তব্য

আলোচিত