সংবাদ বিজ্ঞপ্তি

০১ আগস্ট, ২০২২ ০১:৩১

সিলেট অঞ্চলে বন্যার্তদের মাঝে বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট অঞ্চলে বন্যা দুর্গতদের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। রোববার (৩১ জুলাই) সুনামগঞ্জের দোয়ারাবাজার, সিলেটের জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার ৪০২টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।



বর্ডার গার্ড বাংলাদেশ সিলেটস্থ ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) খাদ্য সামগ্রী বিতরণকৃত ৪০২টি পরিবারের মধ্যে দোয়ারাবাজার উপজেলার সোনালী চেলা বিওপির নরসিংপুর ইউনিয়নের পূর্ব চারগাঁও নামক স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪৪টি পরিবার, কোম্পানীগঞ্জ উপজেলা কালাইরাগ বিওপির উত্তর রনীখাই ইউনিয়নের কালাইরাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় নামক স্থানে ১২৯টি পরিবার এবং জৈন্তাপুর উপজেলা শ্রীপুর বিওপির নিজপাট ইউনিয়নের আসামপাড়া নামক স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২৯টি পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত স্থানীয় জনগণকে বন্যার শুরু থেকে এপর্যন্ত নানা সহায়তার ধারাবাহিকতায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে স্থানীয় বিজিবি জানিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত