সিলেটটুডে ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০২২ ২২:৫২

ধীরেন সিংহের মৃত্যুতে বাসদ সিলেট জেলার শোক

বাংলাদেশের সাম্যবাদী দলের (এম-এল) পলিট ব্যুরোর সদস্য ও সিলেট জেলা কমিটির সম্পাদক কমরেড ধীরেন সিংহের মৃত্যুতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখা গভীর শোক প্রকাশ করেছেন।

বুধবার (৭ ডিসেম্বর) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর বলেন, কমরেড ধীরেন সিংহ ৬০-এর দশক তার ছাত্রাবস্থা থেকে এদেশের জনগণের গণতান্ত্রিক অধিকারসহ মেহনতি মানুষের সামগ্রিক মুক্তির জন্য লড়াই সংগ্রামে নিজেকে নিয়োজিত করেছিলেন। তার এই একনিষ্ঠ সংগ্রাম তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত ছিল। কমরেড ধীরেন সিংহের মৃত্যু অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমাজ নির্মাণের আন্দোলনে অপূরণীয় ক্ষতি।

বিবৃতিতে আবু জাফর কমরেড ধীরেন সিংহের পরিবার, স্বজন,ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে বুধবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, জুবায়ের আহমদ চৌধুরী, প্রণব জ্যোতি পাল, মনজুর আহমদ, শহিদ মিয়া, শওকত আলী, প্রমুখের নেতৃত্বে কমরেড ধীরেণ সিংহের মরদেহে বাসদ সিলেট জেলা শাখার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত