সংবাদ বিজ্ঞপ্তি

০৭ জানুয়ারি, ২০২৩ ১৬:১৯

ঢাকা লিটফেস্টের মঞ্চে লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক

ঢাকা লিটফেস্টে অংশগ্রহণ করেছেন লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমদ দীন। গতকাল শুক্রবার (৬ জানুয়ারি) ঢাকা লিটফেস্টে ‘সুফি সাহিত্য: পারস্য ও বাংলা সাহিত্যে প্রভাব’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেশনে স্পীকার হিসেবে অংশগ্রহণ করেন লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমদ দীন।

বিশিষ্ট প্রাবন্ধিক বেনজীন খানের সঞ্চালনায়  উক্ত সেশনে প্রফেসর ড. আনোয়ারুল করীম,  প্রফেসর মুহম্মদ জমির ও প্রফেসর শাকির সবুর আলোচনায় অংশ নেন। এর আগে ৫ জানুয়ারি জেমকন সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কারের অন্যতম বিচারক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

এবারের অনুষ্ঠানে ২০২১ সালের নোবেল জয়ী লেখক আবদুল রাজ্জাক গুরনাহ, অমিতাভ ঘোষ, বুকারবিজয়ী শ্রীলঙ্কার লেখক লেখক করুনাতিলাকা, গীতাঞ্জলী শ্রী, সোমালিয়ার নুরুদ্দিন ফারাহসহ আরও বহু দেশের লেখক, বিজ্ঞানী সাংবাদিক ও আরও নানাক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এতে যোগ দিয়েছেন।

লিটফেস্ট আগামীকাল ৮ জানুয়ারি (রোববার) পর্যন্ত চলবে।




আপনার মন্তব্য

আলোচিত