সিলেটটুডে ডেস্ক

১৫ মার্চ, ২০২৩ ২০:৩৭

সিলেটে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে সিলেটে উদযাপিত হয়েছে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী। ১৩ পেরিয়ে ১৪ বছরে পদার্পণ উপলক্ষে বাংলাদেশ প্রতিদিন সিলেট ব্যুরো অফিসের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বিকেল ৩টায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, বিকেল ৪টায় আনন্দ শোভাযাত্রা, বাদ আছর কোরআনে খতম, মিলাদ ও দোয়া মাহফিল এবং হকারদের মিষ্টিমুখ করানো।

বুধবার বিকেল ৩টায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটায় অংশ নেন সিলেটের সকল শ্রেণি পেশার প্রতিনিধি। প্রিয় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল রাজনৈতিক দলের নেতারা একে ওপরকে কেক খাইয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ও পত্রিকার সাথে সংশ্লিষ্টদের সাফল্য কামনা করেন।

বাংলাদেশ প্রতিদিন সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক শাহ্ দিদার আলম নবেলের ব্যবস্থাপনায় কেক কাটা, শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সেলিম উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম, জেলা প্রেস ক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাবেক সভাপতি আল আজাদ, দৈনিক শ্যামল সিলেটের সম্পাদকমন্ডলীর সভাপতি এডভোকেট শামসুজ্জামান জামান, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাইফ উদ্দিন খালেদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়া, সংস্কৃতিজন প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কীম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি আবদুল জব্বার জলিল, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ ও এটিএম শোয়েব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর শাখার আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি এম. রশিদ আহমদ, টিলাগড় ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম আবদুল কাদির, সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন এবাদুল হক চৌধুরী সুহেল, সিলেট ইউনাইটেড ক্লাবের ম্যানেজার পলাশ মিয়া প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সহসভাপতি সাঈদ চৌধুরী টিপু, সহসাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মহসিন, কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক ইয়াহইয়া ফজল, জেলা প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসকার আমিন রাব্বি, সিলেটভিউ’র সহকারী সম্পাদক পিংকু ধর, জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. এনামুল কবীর, দপ্তর সম্পাদক আবদুল আহাদ, নির্বাহী সদস্য মো. আনোয়ার হোসেন ও রণজিত সিংহ, সাংবাদিক অহী আলম রেজা, মুজিবুর রহমান ডালিম, সুব্রত দাস, আশরাফ চৌধুরী রাজু, দিব্য জ্যোতি সী, শফি আহমদ, জিকরুল ইসলাম, অমিতা সিনহা, ফয়জুল আহমদ, পল্লব ভট্টাচার্য্য, নাজাত আহমেদ পুরকায়স্থ, জয়ন্ত কুমার দাস, মো. শহিদুল ইসলাম সবুজ, আজমল আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সারোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সহভাপতি জুনেদ আহমদ চৌধুরী, রাজনীতিবীদ সালাই বক্স, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম সোহেল, সংবাদপত্র পরিবেশক ইসমাইল হোসেন, শিক্ষক শিব্বির আহমদ, বাংলাদেশ স্টুডেন্ট ইউনিটির বদরুল আজাদ রানা, আতিকুর রহমান চৌধুরী লাভলু, ট্রাস্ট সিলেটের জাহেদ আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত