সংবাদ বিজ্ঞপ্তি

২১ মার্চ, ২০২৩ ১৫:২১

হবিগঞ্জে এরশাদের জন্মদিন উপলক্ষে জাতীয় পার্টির প্রস্তুতি কমিটির দোয়া

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের ৯৪তম জন্মদিন উপলক্ষে জাতীয় পার্টি হবিগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকালে নবীগঞ্জে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় এরশাদের রুহের মাগফেরাত কামনায় ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুরাদ আহমদ, যুগ্ম আহবায়ক এম এ কাইয়ুম, জাতীয় পার্টি নেতা শহিদ চৌধুরী, আখলিছ মিয়া, জিয়াউর রহমান চৌধুরী, সিফতুর রহমান, মোশাহিদ আলম চৌধুরী, হারুন মিয়া,এনামুল হক চৌধুরী এনাম, সুমন মিয়া, মতিন মিয়া, জিলু খান,অজুদ মিয়া, প্রসাদ, জুবায়ের মিয়া, মোস্তাক আহমেদ প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন হাফিজ সাইফুর রহমান।

আপনার মন্তব্য

আলোচিত