
২৭ মার্চ, ২০২৩ ০২:৫৩
সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ কার্পেট দিয়ে সজ্জিতকরণ, শিশুদের জন্য খেলনা সামগ্রী প্রদান, অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে গত ২২ মার্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান মো. আলাল উদ্দিনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদেক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিয়ানীবাজার উপজেলা শিক্ষা অফিসার মো. রোমান মিয়া। বক্তব্য দেন বিয়ানীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর এনাম হোসেন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদেক হোসেন। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যুক্তরাষ্ট্র প্রবাসী অলিউর রহমান খোকন, যুক্তরাজ্য প্রবাসী ফয়জুল হক, যুক্তরাজ্য প্রবাসী জসিম উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছফর উদ্দিন, রুবিনা বেগম, ফাহিমা আক্তার লাবনী, অভিভাবক কমিটির সহ সভাপতি মইন উদ্দিন, সদস্য কৃষ্ণ মালাকার, শাহেনা আক্তার, সাফিয়া বেগম, শিক্ষক প্রতিনিধি অর্চনা চক্রবর্তী, বিদ্যালয়ের শিক্ষক সুহানা আক্তার, পূরবী দাস, জাহেদা বেগম, ভাগ্যশ্রী দে, রুপালী রানি দাস, কলি কুমারী দাস শ্রাবণীসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, প্রবাসী অলিউর রহমানের অর্থায়নে এই শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
আপনার মন্তব্য