সিলেটটুডে ডেস্ক

২৭ মে, ২০২৩ ০৩:১০

নজরুল শুধু বিদ্রোহী কবিই নন, তিনি সাম্যের কবিও: আনোয়ারুজ্জামান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম বার্ষিকী উপলক্ষে সিলেট নজরুল সংগীত শিল্পী পরিষদের আয়োজনে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় নজরুল সংগীত শিল্পী পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকোমল সেনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবিই নন তিনি প্রেমের ও সাম্যের কবি ছিলেন। তিনি অসাম্প্রদায়িক চেতনার কবি ছিলেন। তার কবিতায় সমাজের সকল চিত্র ফুটে উঠেছে। তিনি সারা জীবন মানবতার জয়গান গেয়ে গেছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস, অনিমেষ বিজয় চৌধুরী। উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত, রবীন্দ্র সংগীত শিল্পী রানা কুমার সিংহা।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পর্বে নজরুল সংগীত পরিবেশন করেন সিলেটের শিল্পীবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত