সিলেটটুডে ডেস্ক

০১ জুন, ২০২৩ ০৩:১১

জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়নে ইপিআই সংক্রান্ত ওরিয়েন্টেশন কর্মশালা

সিলেট জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়ন পরিষদ হলরুমে ইপিআই সংক্রান্ত ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ মে) ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় ইপিআই কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সচেতন করার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা তথ্য অফিস, সিলেটের উপপরিচালক মো. সালাহ উদ্দিন, আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের সহকারী তথ্য অফিসার মাসুদ পারভেজ, প্যানেল চেয়ারম্যান মাসুক আহমদ, স্বাস্থ্যকর্মী মো. নজরুল ইসলাম ও ইউপি সচিব সাইফুল্লাহ মান্না।

বক্তারা ইপিআই কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সচেতন করতে বিভিন্ন দিক তুলে ধরেন।

উপপরিচালক মো. সালাহ উদ্দিন বলেন, শিশুদের টিকা প্রদান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে শিশুর বেড় উঠায় কোন প্রকার প্রতিবন্ধকতা আসে না। সচেতন অভিভাবকগণ কোন অবস্থাতেই শিশুদের টিকা দেয়া থেকে বিরত থাকেন না। তাই এ বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি সম্বন্ধে সর্বস্তরের জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে জেলা তথ্য অফিস, সিলেট নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এসকল কর্মসূচি বাস্তবায়ন তখনই সার্থক হবে যদি এ কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা যায়।

সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. লেবাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত