সিলেটটুডে ডেস্ক

০২ জুন, ২০২৩ ১৮:৪৬

সিলেট জেলা প্রেসক্লাব ইনডোর ফুটবলে চ্যাম্পিয়ন শুভ প্রতিদিন

সিলেট জেলা প্রেসক্লাব ইনডোর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টিম শুভ প্রতিদিন।

বৃহস্পতিবার রাত ১০টায় নগরীর কাজিটুলাস্থ সকার জোনে এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১-০ গোলে একাত্তরের কথাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শুভ প্রতিদিন।

খেলায় একমাত্র গোল করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শুভ প্রতিদিনের দলীয় অধিনায়ক এএইচ আরিফ।

ওইদিন সন্ধ্যায় টাইব্রেকারে যুগভেরীকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে টিম শুভ প্রতিদিন। আর আজকের সিলেটকে হারিয়ে ফাইনালে উঠে একাত্তরের কথা।

এরআগে সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কাজিটুলাস্থ সকার জোনে এ টুর্নামেন্টের পর্দা উঠে।

তিন গ্রুপে অংশ নেয় নয়টি দল। টিমগুলো হচ্ছে, দৈনিক শুভ প্রতিদিন, দৈনিক জাগ্রত সিলেট, দৈনিক একাত্তরের কথা, সিলেট ভিউ, সিলেট প্রতিদিন আজকের সিলেট, দৈনিক শ্যামল সিলেট, দৈনিক যুগভেরী ও জাতীয় দৈনিক।

আপনার মন্তব্য

আলোচিত