সিলেটটুডে ডেস্ক

৩০ জুন, ২০২৩ ১৯:২৭

শিববাড়ী মহামায়া পূজা কমিটির সভাপতি পিনাক, সম্পাদক ঝলক

আগামী অক্টোবরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এরইমধ্যে শুরু গেছে প্রত্যেক পূজা কমিটির পূজার প্রস্তুতি ও নতুন কমিটি গঠন।

এর ধারাবাহিকতায় সিলেটের দক্ষিণ সুরমার ২৭ নং ওয়ার্ড গোটাটিকর, শিববাড়ীর (মন্দির) ঐতিহ্যবাহী মহামায়া সার্বজনীন পূজা কমিটিও থেমে নেই। সিলেট মহানগর এর মধ্যে ঐতিহ্যবাহী এই কমিটি হাঁটি হাঁটি পা পা করে এবছর ৩২ বছরে পদার্পণ করতে যাচ্ছে।

৩২ বছরে পদার্পণ উপলক্ষে মহামায়া পূজা কমিটি গত বছরের কমিটি বহাল রেখেছে এবারো।

শুক্রবার (৩০ জুন) ঐতিহ্যবাহী শ্রী শ্রী সর্বানন্দ গ্রীবা মহাপীঠস্থ শিবমন্দিরে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে পিনাক কর সভাপতি, ঝলক দেব সাধারণ সম্পাদক ও ঝলক চৌধুরীকে অর্থ সম্পাদক বহাল রেখে ১২০ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

এ বছর ২০অক্টোবর মহাষষ্ঠীতে পূজা শুরু হবে। সপ্তমী, অষ্টমী, নবমীর পর যথাক্রমে ২৪ অক্টোবর বিজয়াদশমীর মধ্যে দিয়ে দুর্গোৎসবের সমাপ্ত হবে।

আপনার মন্তব্য

আলোচিত