সিলেটটুডে ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২৪ ০২:১৫

জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ‘২২তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪’ এর উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মো. মেহফুজার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম সুরাইয়া আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুর মূর্ছনায় জাতীয় পতাকা, অলিম্পিক পতাকা, এরিয়া পতাকা, কলেজ পতাকা এবং বিভিন্ন হাউসের পতাকা সংশ্লিষ্ট হাউসের প্রিফেক্ট উত্তোলন করে। এরপর প্রধান অতিথি শান্তির প্রতীক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে ‘২২তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪’র শুভ উদ্বোধন ঘোষণা করেন।

প্যারেড কমান্ডার ও কলেজ প্রিফেক্ট দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী লাবিব ইসলাম জয় এর নেতৃত্বে মার্চপাস্ট অনুষ্ঠিত হয়।

বিএনসিসি কন্টিনজেন্ট, বিএনসিসি লেডি-কন্টিনজেন্ট, স্কাউট, গার্লস-ইন স্কাউট, সম্মিলিত বালিকা দল, পদ্মা হাউস, মেঘনা হাউস, যমুনা হাউস ও সুরমা হাউসের সদস্যবৃন্দ নিজ নিজ পতাকা ও প্লে কার্ড নিয়ে মার্চপাস্টে অংশগ্রহণ করে।
প্রতিষ্ঠানের ৯০ জন শিক্ষার্থী আত্মরক্ষামূলক শরীরচর্চা কৌশল কোরিয়ান মার্শাল আর্ট ‘তায়কোয়ান্ডো’ প্রদর্শন করে।

প্রায় তিনশত শিক্ষার্থীর অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু ও রূপসী বাংলা’ শিরোনামে মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী ২২তম আন্তহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৫২টি ইভেন্টে প্রায় চার শতাধিক প্রতিযোগী শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে এবং বিজয়ী শিক্ষার্থীকে মোট ১৬৩টি পুরস্কার প্রদান করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত