সিলেটটুডে ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২৪ ০২:২৬

শহরের মানুষদের গ্রামের নিসর্গের কাছে ফিরে যেতে হবে: কবি কালাম আজাদ

সাইক্লোনের শীতকালীন কবিতা উৎসব ২০২৪

সিলেট শহর থেকে দূরে বিয়ানীবাজারের প্রত্যন্ত গ্রাম আলীনগরে সাইক্লোনের শীতকালীন কবিতা উৎসব ২০২৪ সম্পন্ন হয়েছে।

গ্রামীণ পরিবেশে আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত মরহুম আবদুল মুমিত চৌধুরীর বাংলোবাড়িতে আয়োজিত কবিতা উৎসবে সভাপতির বক্তব্যে বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি অধ্যক্ষ কালাম আজাদ বলেছেন, শহরের অগ্রসর মানুষকে গ্রামের নিসর্গ ও সাধারণ মানুষের কাছে ফিরে যেতে হবে। আমি আমার প্রথম কাব্যগ্রন্থে কবিদের প্রতি এই আহবান জানিয়েছিলাম, আজ গ্রামীণ পরিবেশে শহরের কবিদের দেখে আমার মনটা ভরে গেছে।

সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ২৭৬তম সাহিত্য আসরে সোমবার (২৯ জানুয়ারি) আয়োজিত শীতকালীন কবিতা উৎসবে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাইক্লোনের সাবেক সভাপতি গল্পকার সেলিম আউয়ালের সঞ্চালনায় শীতকালিন কবিতা উৎসবে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বারাকা পাওয়ার লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর সমাজসেবী ফাহিম আহমদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ডাইরেক্টর কবি ডা. মো. মাশুকুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহম্মদ বশিরুদ্দিন, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, বাচিকশিল্পী কবি সালেহ আহমদ খসরু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও সাহিত্য সাময়িকী আল ইসলাহ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, শাইনি স্টেপস-এর প্রিন্সিপাল সেনুয়ারা আক্তার চিনু, সাহিত্য সমালোচক কবি বাছিত ইবনে হাবীব, সিলেটটুডে টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক কবির য়াহমদ।

সম্মানিত অতিথির বক্তব্যে ফাহিম আহমদ চৌধুরী বাংলা সাহিত্যের প্রাচীন সাহিত্যকর্মের ওপর আলোকপাত করে বলেন, সেই চণ্ডিদাস থেকে আমরা দেখতে পাই তারা মানুষকেই সবার উপরে স্থান দিয়েছেন। মোট কথা আমাদেরকে মানবিক হতে হবে।

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে কবিতা পাঠ করেন ছড়াকার কামরুল আলম, সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলি, সুরমা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সাধারণ সম্পাদক মাসুদা সিদ্দিকা রুহী, লিটলম্যাগ দো-আশ সম্পাদক কবি-সাংবাদিক লুৎফুর রহমান তোফায়েল, শিক্ষিকা আফিয়া সুলতানা, রন্ধনশিল্পী ফাহমিদা চৌধুরী, সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথি, কণ্ঠশিল্পী মো. শামসুল ইসলাম খান, কণ্ঠশিল্পী বিমান বিহারী বিশ্বাস, কবি কামাল আহমদ, ছড়াকার মাজহারুল ইসলাম মেনন, প্রবীণ লেখক মকসুদ আহমদ লাল, কবি কামাল আহমদ, তাপাদার জান্নাতুল জাহরা, আরমান আহমদ আফ্রিদি, উমের আহমদ চৌধুরী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত