সিলেটটুডে ডেস্ক

২১ ফেব্রুয়ারি , ২০২৪ ০১:৩১

অনুপম সৌন্দর্যের বসন্ত কবির কাছে ঋতুরাজ

সাইক্লোনের বসন্তকালীন কবিতা পাঠের আসর

শীতের শেষে বসন্তে প্রকৃতি অনুপম সৌন্দর্যে নতুন সাজে সেজে উঠে। কবির কাছে বসন্ত ঋতুরাজ, আর ভাবুকের কাছে এ ঋতু যৌবনের ঋতু হিসেবে আখ্যায়িত। বাংলা সাহিত্যের লেখকরা বসন্তের দ্বারা প্রভাবিত, তা ফুটে উঠেছে তাদের রচনায়।

সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আয়োজিত বসন্তকালীন কবিতা পাঠের আসর ‘বসন্তের পঙক্তিমালা’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে আয়োজিত সাইক্লোনের ২৭৭ তম সাহিত্য আসরে সভাপতিত্ব করেন কবি সেনুয়ারা আক্তার চিনু এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি নার্গিস জাহান, সুইডেন প্রবাসী কম্যুনিটি নেতা খালেদ চৌধুরী।

সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন সাইক্লোনের সাধারণ সম্পাদক আবদুল বাতিন ফয়সল এবং কোরআন তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।

আলোচনায় অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ডাইরেক্টর ডা. মো. মাশুকুর রহমান, প্রাবন্ধিক বেলাল আহমদ চৌধুরী, গল্পকার সেলিম আউয়াল, বাচিকশিল্পী কবি সালেহ আহমদ খসরু, বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর মো. আমিনুল ইসলাম, সাহিত্য সমালোচক কবি বাছিত ইবনে হাবীব, সাইক্লোনের প্রাক্তন সভাপতি ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, অ্যাডভোকেট কবি আব্দুল মুকিত অপি, কবি ও ব্যাংকার মোশতাক চৌধুরী, কবি ছয়ফুল আলম পারুল, প্রকৌশলী মাসুমা টফি একা, কবি শামসীর হারুনুর রশীদ, লেখক খন্দকার রোমানা আহমদ, সাহিত্য সংগঠক রিপন মিয়া এবং সংগীত পরিবেশন করেন শিল্পী বিমান বিহারী বিশ্বাস।

লেখা পাঠে অংশ নেন ছড়াকার মাজহারুল ইসলাম মেনন, পুথিশিল্পী শাওন, গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেল, মো. সুয়েজ হোসেন, রাজিয়া সুলতানা প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত