সিলেটটুডে ডেস্ক

২৪ ফেব্রুয়ারি , ২০২৪ ১৭:৪৮

বিশ্বনাথে সেলাই মেশিন বিতরণ

বিশ্বনাথের অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট, ইউকের আয়োজনে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট, ইউকের সভাপতি বাবরুল হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এ টি এম শোয়েব।

ট্রাস্টের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেইনের পরিচালনায় ও ট্রাস্টি হাফিজ আরিফুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা আব্দুল ওয়াদুদ, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউপির প্যানেল চেয়ারম্যান ফজলু মিয়া, শিরিন চৌধুরী আলী, ট্রাস্টের সহসভাপতি আব্দুর রব, কোষাধ্যক্ষ আব্দুল আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুহেল আরব আলী, সাবেক সহসাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ইউপি সদস্য শামীম আহমদ, আমির আলী, সাজিদুর রহমান সুহেল।

এ ছাড়াও বক্তব্য দেন বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি রাসেল আলী, আল মুসলিম স্কুলের প্রিন্সিপাল মানিক মিয়া, ব্যবসায়ী সুজন উদ্দিন, ক্রীড়া সংগঠক একেএম তুহেম প্রমুখ। প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের মধ্যে সৈয়দা রুমানা ও তামান্না বেগম নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রশিক্ষক আব্দুল কাদির, সমাজসেবী সবুর আলী, প্রবাসী আনসার আলী, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, এমদাদুর রহমান মিলাদ, রফিকুল ইসলাম কামাল, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি আব্দুন নুর তুষার, সহসভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত