
২৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০৫
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সম্মানিত পরিবহন শ্রমিকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় স্হানীয় সামী ইয়ামী পার্টি সেন্টারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি বেলাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলা উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও পরিবহন শ্রমিক ফেডারেশনের অঞ্চল সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যতম জেলা উপদেষ্টা মাওলানা মোঃ আব্দুর রহমান, কুলাউড়া উপজেলার প্রধান উপদেষ্টা মোঃ আব্দুল হামিদ খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মৌলভীবাজার জেলা সহ সভাপতি ও পরিবহন শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, উপদেষ্টা খন্দকার আব্দুস সোবহান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক জুলহাস হোসেন বাদল, সিলেট জেলা দক্ষিণের ট্রেড ইউনিয়ন সম্পাদক এডভোকেট মাজহারুল হক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা উপদেষ্টা মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক আব্দুল মুন্তাজিম, রাজানুর রহিম ইফতেখার, নির্মান শ্রমিক মৌল-২৭ এর সভাপতি আবুল কাশেম আজাদ, দোকান শ্রমিক মৌল-১০ এর সভাপতি সুলতান আহমদ চৌধুরী, পরিবহন শ্রমিক-১২২৩ এর সভাপতি ইসলাম উদ্দিন জ্ঞানী, মাওলানা সাইদুল ইসলাম, ইউনুস আহমদ, আবুল কাশেম আবুল প্রমুখ।
বক্তারা বলেন, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। এতে কুলাউড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের তিন শতাধিক পরিবহন শ্রমিক উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য