২৬ অক্টোবর, ২০২৪ ০১:১২
বড়লেখা থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ৪ আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গল ও বুধবার থানা পুলিশের বিশেষ অভিযানে বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- ছালেহা বেগম, মো. আব্দুস শহীদ, আলাউদ্দিন, মিহির দত্ত ও ছায়েদ আহমদ।
থানা সূত্র পুলিশ জানিয়েছে, আদালতের গ্রেপ্তারী পরোয়ানা থাকায় সিআর-৩০৯ নং মামলায় ছালেহা বেগম, সিআর-৩৩১ নং মামলায় মো. আব্দুস শহীদ, সিআর-১৫১ নং মামলায় আলাউদ্দিন, সিআর-৪৫৫ নং মামলায় মিহির দত্ত এবং বড়লেখা থানার নিয়মিত মামলায় (নং-১১) ছায়েদ আহমদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম বলেছেন, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য