
১৭ নভেম্বর, ২০২৪ ১৮:২৮
ফাইল ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজারের বড়লেখা উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে গত বৃহস্পতিবার।
এরআগে রোকনদের সরাসরি ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য পুনরায় আমীর নির্বাচিত হয়েছেন মোঃ এমাদুল ইসলাম। পরে উপজেলা আমীরকে শপথ পাঠ করান জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী।
পরবর্তীতে অনুষ্ঠিত অধিবেশনে নবনির্বাচিত উপজেলা আমীর নতুন সেশনের দায়িত্বশীলদের নাম প্রস্তাব করলে সর্বস্মতিক্রমে তা গৃহীত হয়। এতে বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মনোনীত হন ফয়ছল আহমদ ও আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, বড়লেখা উপজেলা জামায়াতের সেক্রেটারি মনোনীত হন মাওলানা আব্দুল বাছিত, বায়তুলমাল সেক্রেটারি মনোনীত হন হাজী হেলাল উদ্দিন এবং অফিস সেক্রেটারি মনোনীত হন মুহাম্মদ কামাল উদ্দিন।
এছাড়া উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মনোনীত হয়েছেন- মাওলানা মুজাহিদুল ইসলাম, রবিউল ইসলাম সুহেল, মোঃ আব্দুস সামাদ, অধ্যাপক আব্দুল মুহাইমিন, জুবের আহমদ এবং শুরা সদস্য মাওলানা আলীম উদ্দিন ও মোহাঃ আবু তাহের। পরে সংগঠনের গঠনতন্ত্রের আলোকে নির্বাচিত ও মনোনীত দায়িত্বশীলগণের শপথ অনুষ্ঠান হয়।
গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে বড়লেখা উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত মজলিশে শুরা ও কর্মপরিষদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর মোঃ এমাদুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ আমিনুল ইসলাম, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ ইসলাম উদ্দিন।
আপনার মন্তব্য