
১৭ নভেম্বর, ২০২৪ ১৮:৪০
বাম থেকে সভাপতি জুবায়ের আহমদ, সেক্রেটারি আব্দুস সামাদ ও বায়তুলমাল সম্পাদক সামসুল ইসলাম।ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা শাখার কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
২০২৫-২৬ সেশনের জন্য সর্বসম্মতিক্রমে জুবায়ের আহমদকে সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়া আব্দুস সামাদকে সেক্রেটারি ও সামসুল ইসলামকে বায়তুলমাল সম্পাদক নির্বাচিত করা হয়।
গত বৃহস্পতিবার পৌর জামায়াতের কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন- বড়লেখা উপজেলা জামায়াতের আমীর মোঃ এমাদুল ইসলাম, নায়েবে আমীর ফয়ছল আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য