সংবাদ বিজ্ঞপ্তি

১১ জানুয়ারি, ২০২৫ ১৯:৩৪

ভারতের সহকারি হাই কমিশনের উদ্যোগে সিলেটে ‘হিন্দি দিবস’ উদযাপন

ভারতের সহকারী হাই কমিশন, সিলেটে বিশ্ব হিন্দি দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে  শুক্রবার (১০ জানুয়ারি) নগরের হোটেল স্টার প্যাসিফিকে নানা আয়োজন করা হয়।

আয়োজনের শুরুতে সহকারি আই কমিশন সিলেটের সহকারী হাইকমিশনার চন্দর সেখর বক্তব্য রাখেন। এতে তিনি দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হাই কমিশনের দ্বিতীয় সচিব (প্রেস, তথ্য, সংস্কৃতি, শিক্ষা ও বাণিজ্য) মানস কুমার মুস্তাফি। অনুষ্ঠানে ললিতকলা একাডেমি, সিলেট এবং একাডেমি অব মণিপুরী কালচার অ্যান্ড আর্টসের শিক্ষার্থীরা হিন্দি গান ও নৃত্য পরিবেশন করে।

আপনার মন্তব্য

আলোচিত