সিলেটটুডে ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২৫ ০০:৪৬

বড়লেখার দক্ষিণভাগে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণভাগে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত ১১ জানুয়ারি দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করে ১০ নম্বর দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদ।

প্রথম পর্বে দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমরান আহমদ।

গ্রাম আদালত সহকারী ফয়ছল রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন- বড়লেখা উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম রাশেদুজ্জামান বিন হাফিজ, দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তপন দে চৌধুরী, ইউনিয়ন পরিষদের উপ সহকারী কর্মকর্তা অঞ্জন দাস অপু, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আশীষ কুমার সরকার, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, কলাজুড়া হাজী আপ্তাব আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মনিরুল হক, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আমিনুল হক, সায়রা বেগম, রিয়াজুন বেগম, ছাত্র প্রতিনিধি সাইফুর রহমান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত