সিলেটটুডে ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২৫ ০০:৪৯

বড়লেখার বর্ণিতে শহীদ জিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মৌলভীবাজারের বড়লেখায় শহীদ জিয় স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের (২০২৪-২৫) সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বর্ণি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদল এ টুর্নামেন্টের আয়োজন করে। স্থানীয় ফকিরবাজার উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

গত ১২ জানুয়ারি রাত ৮টার দিকে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়াউর রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট পরিচালনা কমিটি যুগ্ন আহ্বায়ক রুহেল আহমদ।

অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক ও বর্ণি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আক্তার হোসেন রেদওয়ানের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন- বড়লেখা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুজানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নছিব আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ সভাপতি ও মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী এম এ মন্নান, কাতার বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফনি ভূষণ দাস, বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মুজিব, টুর্নামেন্টের প্রথম পুরস্কার দাতা ফ্রান্স প্রবাসী খায়রুল ইসলাম, বর্ণি ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম লুলাই, বড়লেখা পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম প্রমুখ।

এসময় বর্ণি ইউনিয়ন বিএনপির সিনিয়র সদস্য হাজী সুরমান আলী, বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সদস্য ফখরুল ইসলাম, বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাইজ উদ্দিন, প্রবাসী বিএনপি নেতা জাকির হোসেন, বড়লেখা উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন, বর্ণি ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, প্রচার সম্পাদক আব্দুল কাদির, ছাত্রদলের সাবেক সভাপতি জবলু হোসেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন সহ বিভিন্ন ইউনিটের নেতা এবং কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্যারিস জুটি ফ্রান্সকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে সুফিয়ান জুটি।

আপনার মন্তব্য

আলোচিত