
১৫ ফেব্রুয়ারি , ২০২৫ ২১:১৯
সিলেট জোনাল অফিস ও এর আওতাধীন শাখা সমূহের কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ.এস.এম. আব্দুল হালিম।
শনিবার বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ.এস.এম.আব্দুল হালিম (সাবেক মন্ত্রী পরিষদ সচিব) জোনাল অফিস, সিলেট ও এর আওতাধীন সিলেট, শ্রীমঙ্গল, হবিগঞ্জ ও সুনামগঞ্জ শাখার সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণ এবং কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
উক্ত সভায় জোনাল ম্যানেজার মোঃ মখলেছুর রহমানসহ প্রতিষ্ঠানটির সিলেট, শ্রীমঙ্গল, হবিগঞ্জ ও সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ.এস.এম.আব্দুল হালিম সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে গ্রাহককে সর্বোত্তম সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন। উক্ত সভায় তিনি গ্রাহকের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানটির অভীষ্ট লক্ষ্য অর্জনে কাজ করার জন্য অভিমত ব্যক্ত করেন।
এছাড়া, কর্পোরেশনের বিদ্যমান নীতিমালাকে অন্তরায় হিসাবে ব্যবহার না করে এটিকে সহায়ক হিসেবে ব্যবহার করে বিনিয়োগ প্রবাহ বৃদ্ধির ব্যাপারে তিনি সবাইকে সচেষ্ট থাকার আহবান জানান। কর্পোরেশনের রুরাল এন্ডপেরি-আরবান হাউজিং ফাইনান্স প্রজেক্ট-দ্বিতীয় পর্যায় শীর্ষক প্রকল্পে চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাপক প্রচার-প্রচারণা এবং সময় উপযোগী উদ্যোগ গ্রহণের মাধ্যমে বিনিয়োগ প্রবাহ বৃদ্ধিতে ফলপ্রসূ ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে দিক-নির্দেশনা প্রদান করেন।
পরিশেষে জোনাল ম্যানেজার মোঃ মখলেছুর রহমান চেয়ারম্যানের দিক নির্দেশনা যথাযথ পরিপালন পূর্বক ১৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালে ঋণ ও বিনিয়োগ সেবা সপ্তাহ সফল ও কার্যকরী করার মাধ্যমে আগামী দিনগুলোতে কর্পোরেশনের অভীষ্ট লক্ষ্য অর্জনে কাজ করার জন্য সকল কর্মকর্তার প্রতি আহবান জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।
আপনার মন্তব্য