সংবাদ বিজ্ঞপ্তি

০১ ডিসেম্বর, ২০২৫ ১৭:৩৫

কর্মসূচি স্থগিত করে খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এমরান চৌধুরী

নির্বাচনি প্রচারণামূলক সব কর্মসূচি স্থগিত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে ঢাকায় ছুটে গেছেন সিলেট-৬ আসনে দলীয় মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলীয় সভানেত্রীকে দেখতে যান তিনি।

এসময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ছলছল নয়নে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় মুনাজাত করেন।
এর আগে রবিবার (৩০ নভেম্বর) রাতে গোলাপগঞ্জ ও বিয়ানীনাজারে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে আয়োজিত বিভিন্ন মতবিনিময় এবং উঠানবৈঠকে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া করা হয়।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেছেন- খালেদা জিয়া এ দেশের ক্ষণজন্ম নেত্রী। এমন আপসহীন নেত্রীর কাছ থেকে দেশের জনগণের আরও অনেক কিছু পাওনা রয়েছে। আমাদের নেত্রীকে আল্লাহ যেন সুস্থতার সঙ্গে দীর্ঘ হায়াত দান করেন।

রবিবার রাতের অনুষ্ঠানগুলোর মধ্যে সন্ধ্যা ৭টায় বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে দুধবকশী গ্রামে আজাদ উদ্দিনের বাড়িতে উঠানবৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল ইসলামের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, যুগ্ম-সম্পাদক অ্যাড. আবু তাহের, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা ও সাবেক উপজেলা বিএনপি সহ-সভাপতি আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, মাতিউরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হোসেন আহমদ, ফখরুল ইসলাম, সামছুল আলম মেম্বার ও সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আহমদ ও বিএনপি নেতা মাতাবুর রহমান রুবেল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত