সিলেটটুডে ডেস্ক

২৭ ফেব্রুয়ারি , ২০১৬ ১৯:৩৮

সিলেট লোক সংগীত পরিষদের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সিলেট লোক সংগীত পরিষদের উদ্যোগে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্ম শতবার্ষিকী উদযাপন, গুণীজন সংবর্ধনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শুক্রবার রাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।

সিলেট লোক সংগীত পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম শাহজাহানের সভাপতিত্বে এবং শিপল চৌধুরীর ও পপি করের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার ঢাকার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক মির শাহ আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক জাহিদ হোসেন, সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস, সিলেট সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম সম্পাদক জামাল আহমেদ।

অনুষ্ঠান উদযাপন পরিষদের আহবায়ক এম.এইচ নিজাম, যুগ্ম আহবায়ক অলক কর, সদস্য সচিব সাইফুল আরফিন লিমন, সদস্য পপি কর, মামুনুর রশীদ খান, পিংকু বৈদ্য, সুদীপ চক্রবর্ত্তী, অরবিন্দ পাল, দেবব্রত দে শান্ত, ওয়াদুদ হোসেন, লিটন আহমদ, জিসান, কান্ত, আহমদ বশর, জগৎ জ্যোতি দাশ জুয়েল, রাজিব আহমদ, রিংকু চক্রবর্ত্তী, লিপি কর, সোমা আক্তার, আলাউদ্দিন, জায়েদ, বিলকু ধর, রোমান আহমদ, রাকিব আলী প্রমুখ। আয়োজিত অনুষ্ঠানে আর্থিক সহযোগিতায় ছিলেন সিলেট লোক সংগীত পরিষদের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি ফ্রান্স প্রবাসী কয়েছ আহমদ ও সদস্য সচিব যুক্তরাজ্য প্রবাসী এ.কে টিপু। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন।

সংবর্ধিত গুণীজনরা হচ্ছেন সুর ও সংগীতে আব্দুল মজিদ সরকার, মধু খান, হিমাংশু বিশ্বাস, আব্দুল আহাদ, আলম হোসেন, লোক গীতিতে জামাল উদ্দিন হাসান বান্না ও মালতি পাল, বাউলিয়ানায় বীর মুক্তিযোদ্ধা বাউল আব্দুল হামিদ জালালী ও ফকির বাউল আফছান উদ্দিন।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন আব্দুল খালিক শিল্পী গোষ্ঠির রেডিও এনাউন্সার ক্লাব ব্যাংক, ধ্রুবতারা শিল্পী গোষ্ঠি সহ সিলেট জনপ্রিয় শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনায় রং পেন্সিল একাডেমির পরিচালক পিংকু বৈদ্য। প্রতিযোগিতা ৩৭জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

সিলেট লোক সংগীত পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথি বাংলাদেশ বেতার ঢাকার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক মির শাহ আলম ও অন্যান্য অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত