ডেস্ক রিপোর্ট

২৮ ফেব্রুয়ারি , ২০১৬ ১৯:২৩

সিলেট ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলায় কেন্দ্রীয় ছাত্রদলের নিন্দা

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক মোঃ আকরামুল হাসান গতকাল এক বিবৃতিতে সিলেট মহানগর ছাত্রদল নেতাদের বিরুদ্ধে পুলিশের মামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

গত শুক্রবার সিলেটের টুকের বাজারে বিকেল ৩টায় মহানগর ছাত্রদল নেতা এহতেশামুল হক সবুজের মুক্তির দাবিতে এক মিছিল বের করে স্থানীয় ছাত্রদল। কিন্তু ওই মিছিলে কোন যুক্তি সংগত কারন ছাড়াই পুলিশ বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় ঘটনাস্থল থেকে জুয়েল আহমেদকে গ্রেফতার করে পুলিশ।

এছাড়া পুলিশ বাদী হয়ে ১৪ জনের নামে মামলা দায়ের করে। মামলায় পুলিশের দেয়া নামগুলো হল- আলতাফ হোসেন সুমন, আশিকুজ্জামান আশিক, এনাম হোসেন, মো. আলী দেলোয়ার, আয়াতুল্লাহ, সানুর আহমেদ, আমিনুর রহমান, আজহারুল ইসলাম হাদি, জুয়েল মাহমুদ, বাবরুল হোসেন, রাজু, জুয়েল, সালমান আহমেদ, জুবের।

নেতৃবৃন্দরা অবিলম্বে গ্রেফতারকৃত মহানগর ছাত্রদল নেতা এহতেশামুল হক সবুজ সহ সকল নেতাকর্মীদের মুক্তির জোর দাবি করেন এবং ছাত্রনেতাদের বিরুদ্ধে করা পুলিশের মামলা প্রত্যাহারের দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত