সিলেটটুডে ডেস্ক

০৯ এপ্রিল, ২০১৬ ২০:১৯

সিলেটে বইপড়া উৎসবের পরীক্ষা অনুষ্ঠিত

সিলেটে অষ্টম বইপড়া উৎসবের প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় এ বছর বইপড়া উৎসবে অংশ নেয়া সিলেটের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এসময় তারা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস শওকত ওসমানের ‘দুই সৈনিক’ এর উপর বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়।

শুক্রবার সকালে নগরীর মীরের ময়দানস্থ সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, যুগান্তর সিলেট ব্যুরো প্রধান ও সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর সিলেট ব্যুরো রিপোর্টার আব্দুর রশিদ রেনু, মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মো. মুহিবুর রহমান ও স্বজন সমাবেশের বিভাগীয় সমন্বয়কারী প্রভাষক প্রণবকান্তি দেব।

পরিদর্শনকালে তারা বইপড়া উৎসবের এ আয়োজনকে নতুন প্রজন্মের কাছে ইতিহাস অনুশীলনে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন। এ সময় অতিথিবৃন্দ বলেন, বই হচ্ছে সকল জ্ঞানের আধার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে বই পাঠের কোন বিকল্প নেই। তারা নতুন প্রজন্মকে ইতিহাস নির্ভর গ্রন্থ পাঠের আহ্বান জানান।

পরীক্ষায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন স্বজন সমাবেশের সভাপতি মবরুর আহমদ সাজু ও সাধারণ সম্পাদক সুবিনয় আচার্য্য। এছাড়া হল পরিদর্শকের দায়িত্ব পালন করেন প্রভাষক আফজাল হোসেন, চৌধুরী ফাহিম দাউদ কোরেশি, আব্দুল্লাহ আল মামুন, শাহ শরিফ উদ্দিন, দুলাল আহমদ ও শাওন আহমদ।

উল্লেখ্য, যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে ‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়!/ এসো পাঠ করি/ বিকৃতির তমসা থেকে/ আবিস্কার করি স্বাধীনতার ইতিহাস’ স্লোগানকে সামনে রেখে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে গত এক দশক যাবত এ বইপড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে।

আপনার মন্তব্য

আলোচিত