সিলেটটুডে ডেস্ক

১৯ এপ্রিল, ২০১৬ ২২:৩৪

গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ধানের শীষে ভোট দিন : সিলামে আবুল কাহের শামীম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন- আসন্ন দক্ষিণ সুরমা উপজেলার সবকটি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদেরকে ঐক্যবদ্ধভাবে ময়দানে কাজ করতে হবে। অবরুদ্ধ গনতন্ত্র পুনরুদ্ধারের বৃহৎ স্বার্থে সিলাম ইউনিয়নে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের চেয়ারম্যার পদপ্রার্থী ইকবাল হোসেনের বিজয় নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে ধানের শীষ প্রতীক আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার তারেক রহমানের প্রতীক। তাই সকল ষড়যন্ত্র নস্যাত করে ধানের শীষের বিজয় ত্বরান্নিত করতে হবে।

তিনি মঙ্গলবার দক্ষিণ সুরমা উপজেলার আসন্ন সিলাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হোসেনের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

দক্ষিণ সুরমার সিলাম চকবাজারে বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ। দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে কার্যালয় উদ্ধোধনকালে মোনাজাত পরিচালনা করেন সিলাম ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা শামসুজ্জামান সমশের আলী।

সিলাম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নাজমুল ইসলামের সভাপতিত্বে, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন ও ছাত্রদল নেতা মোবারক হোসেন তুহিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রধান নির্বাচনী কার্যালয় উদ্ধোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলাম ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দীন, উপজেলা বিএনপির উপদেষ্ঠা কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, সহ-সভাপতি আব্দুল হান্নান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা শামসুল আলম, শাহ মাহমুদ আলী, বিশিষ্ট মুরব্বী হাজী সিরাজ মিয়া, হাজী আব্দুন নুর, সার্জেন্ট (অব.) আজিজুর রহমান, হাজী আনা মিয়া, হাজী বশির মিয়া, মো: হারিছ উদ্দীন মাষ্টার, আব্দুর রউফ, আব্দুর রব, আবুল কালাম, হাজী ছইফুল্লা, হাবিলদার (অব.) সিরাজুল ইসলাম, হাফিজ মাওলানা পংকী খান, হাজী তহিরুল্লাহ, ইলাইছ মিয়া, মাষ্টার শাহাব উদ্দীন, ইরন মিয়া, আইয়ুব আলী, হাজী আফতাব আলী, নাজমুল ইসলাম, আবুল কালাম আজাদ, হাজী মো: মানিক শাহ, হাজী মো: আনা মিয়া, বাহার উদ্দীন, বাদশাহ মিয়া, আবুল লেইছ, যুবদল নেতা মকছুদুল করিম নোহেল, ছাত্রদল নেতা আল মামুন, জাহেদ আহমদ, আমিনুর রহমান, যুবদল নেতা শামসুল ইসলাম টিটু, মোশতাক আহমদ, ফখরুল ইসলাম, মামুন আহমদ, মুহিম আহমদ, ছাত্রদল নেতা মাসুম পারভেজ, জহিরুল হক রাহেল, সোহেল ইবনে রাজা, সবুর আলী, সাজু আহমদ, মৌলুল আজম, রিপন আহমদ শাহরিয়ার, জাকির আহমদ রুবেল, বাছন আহমদ, মিসবাহ মিয়া, জামিল আহমদ জমির, ইয়াসিন আহমদ ফাহিম, আবু সালেহ আদনান, আবু ছালেহ, অপু আহমদ, শাহ আল আমীন, শুভ আল আহমদ, রুহুল আমীন, আজাদ মিয়া, শামীম আহমদ ও জাহেদ আহমদ সুমন প্রমুখ।

প্রধান বক্তার বক্তব্যে আলী আহমদ বলেন- আসন্ন সিলাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হোসেন-এর ধানের শীষ প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। এই গনজোয়ারকে বিজয়ে পরিনত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের বিজয় নিয়ে কোন ছিনিমিনি খেলা বরদাশত করা হবে না।

আপনার মন্তব্য

আলোচিত