সিলেটটুডে ডেস্ক

২৪ এপ্রিল, ২০১৬ ১২:০৪

পারমিতা সম্মাননায় জীবনবৃত্তান্ত আহ্বান

প্রতি বছরের ন্যায় এবারও সৃজিত সাহিত্য সংগঠন পারমিতা সিলেট এর রত্নগর্ভা, গর্বিত পিতা, লেখকমাতা ও গুণীজন সম্মাননা ২০১৬ এর জন্য সিলেট বিভাগের সন্তানদের কাছ থেকে তাদের অভিভাবকের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে।

রত্নগর্ভা ও গর্বিত পিতা হিসেবে যারা তাদের অধিক সংখ্যক সন্তানকে প্রতিকূল পরিবেশে লালন পালনসহ সুশিক্ষায় শিক্ষিত করে সমাজে প্রতিষ্ঠিত করেছেন, অবশ্যই তাদেরকে জীবিত হতে হবে- তারাই কেবল এ সম্মাননার জন্যে বিবেচিত হবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মরণোত্তর কাউকে সম্মাননা জানাতে অনাগ্রহ, তবে বিশেষ ক্ষেত্রে তা শিথিলযোগ্য।

লেখকমাতা হিসেবে সিলেটে প্রতিষ্ঠিত যে কোন কবি, যিনি তাঁর লেখালেখির নেপথ্যে মায়ের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি চান, গুণীজন তিনিই যার গুণে সমাজ উপকৃত হচ্ছে বা হয়েছে এ সম্পর্কে জীবন বৃত্তান্ত চাওয়া হয়েছে।

আগ্রহীদের নিচে প্রদত্ত ঠিকানা ও নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে-  ধ্রুব গৌতম:- ০১৭১১১৪৯৬০৫, [email protected], আব্দুল মুকিত অপি, সাহিত্য সম্পাদক, দৈনিক সিলেটের ডাক, ৫ম তলা, মধুবন, বন্দরবাজার, সিলেট,  ইছমত হানিফা চৌধুরী নিপা, শিক্ষিকা, পাইওনিয়ার স্কুল, আম্বরখানা, সিলেট, মাসুদা সিদ্দীকা রুহী, মঈনউদ্দীন আদর্শ মহিলা কলেজ, শামীমাবাদ, সিলেট।

আপনার মন্তব্য

আলোচিত