সিলেটটুডে ডেস্ক

১৪ মে, ২০১৬ ২৩:৫২

সাত দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ

আগামী ২০ মে শুক্রবার দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি আদায়ে সংগঠন বাংলাদেশ, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ সংগঠনের সাত দফা দাবি বাস্তবায়নে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করবে।

ঐক্য পরিষদের ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় মহাসমাবেশে ঘোষিত দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সমঅধিকার, সমমর্যাদা, বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য দূর, সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা বিধান সহ বিভিন্ন দাবিতে ঘোষিত সাত দফা দ্রুত বাস্তবায়নে এই স্মারকলিপি প্রদান করা হবে।

শনিবার সকাল ১১ ঘটিকায় বন্দরবাজারস্থ ব্রহ্মমন্দির অস্থায়ী কার্যালয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা ও মহানগর শাখার যৌথ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নে ও সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে সভায় সভাপতিত্ব করেন- জেলা কমিটির কো-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল।

সংগঠনের জেলা শাখার ভারপ্রাপ্ত সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্যের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা কমিটির কো-চেয়ারম্যান ডা: বিরেন্দ্র চন্দ্র দেব, শৈলেন কর, মহানগর কমিটির সভাপতি এডভোকেট মৃত্যঞ্জয় ধর ভোলা, কেন্দ্রীয় সহযোগী সম্পাদক মলয় পুরকায়স্থ, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, তপন মিত্র, বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ মহানগর কমিটির সভাপতি এডভোকেট বিমান চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, ছাত্রযুব ঐক্য পরিষদের জেলা সভাপতি এডভোকেট রঞ্জন ঘোষ, বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- বিশ্বনাথ উপজেলার সভাপতি মানিক লাল দেব, সাধারণ সম্পাদক শংকর দাস শঙ্কু, বালাগঞ্জ উপজেলার সভাপতি ডা: পবিত্র ভৌমিক, গোলাপগঞ্জ উপজেলার সভাপতি কাজল কান্তি দাস, গোয়াইনঘাট উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দেবব্রত ভট্টাচার্য, ফেঞ্চুগঞ্জ উপজেলার সহসভাপতি সরবিন্দু দে, কানাইঘাট উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হরিপদ শর্ম্মা, জকিগঞ্জ উপজেলা আহ্বায়ক বিভাকর দেশমুখ্য, সদর উপজেলা আহ্বায়ক নিরেশ দাস, সদস্য সচিব শ্যামল দে, জেলা কমিটির নেতা ডি.কে জয়ন্ত, মহানগর কমিটির সদস্য জ্ঞানন্দ ধর রুমু প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, আগামী ২০ মে সারাদেশ ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচী পালনে সর্বস্তরের নেতাকর্মীকে এগিয়ে আসতে হবে। তারা বলেন ঢাকার কেন্দ্রীয় মহাসমাবেশ থেকে সরকারের প্রতি যে সাত দফা দাবি পেশ করা হয়েছিল, তা এখন পর্যন্ত বাস্তবায়নে সরকারের কোন পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। তারা বলেন, সাত দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে দ্রুত তরান্বিত করা সম্ভব। তারা প্রত্যেকটি উপজেলা কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে সাত দফা দাবি বাস্তবায়নে স্মারকলিপি প্রদান করার আহ্বান জানান।

সিলেট জেলা ও মহানগর শাখা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ ২০ মে শুক্রবার সকাল ১১টায় বন্দরবাজার ব্রহ্মমন্দির কার্যালয়ে সমাবেত হয়ে মিছিল সহকারে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করবে। এতে জেলা ও মহানগর কমিটির সর্বস্তরের নেতৃবৃন্দ সহ সংখ্যালঘু সম্প্রদায়ের সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত