সংবাদ বিজ্ঞপ্তি

৩০ অক্টোবর, ২০১৬ ১৪:৫১

যুদ্ধাপরাধীদের জন্য নির্দিষ্ট কবরস্থানের দাবিতে চট্রগ্রামে মানববন্ধন

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত চিহ্নিত যুদ্ধাপরাধীদের জন্য নির্দিষ্ট কবরস্থান ও প্রতি জেলায় ঘৃনাস্তম্ভ নির্মাণ এবং তাদের কবরে শহীদের পরিবর্তে রাজাকার লিখার দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ ভিত্তিক অনলাইন এক্টিভিস্ট গ্রুপ কে-ফোর্স।

চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কে-ফোর্সের প্রধান সমন্বয়কারী নাজমুস সাকিবের সভাপতিত্বে ও সমন্বয়ক মাসুদ আরিয়ানের পরিচালনায় মানববন্ধন কর্মসুচিতে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের অন্যতম সমন্বয়ক ইয়াসির আরাফাত চৌধুরী। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যকরী সদস্য এডভোকেট এস এম রাশেদ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র ও মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদ, চট্টগ্রামের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইউনুছ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবলীগ নেতা রফিকুল আলম রুবু, ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোসেন শাওন, ছাত্রলীগ নেতা আজিজুর হাকিম ফয়সাল, আবদুল্লাহ আল হাসান রিপন, আকলিমা আকতার (আখি), আসিফুর জামান আসিফ, নুরউদ্দিন বাচ্চু, কে-ফোর্সের চট্টগ্রাম প্রতিনিধি সেলিম পারভেজ ববি, বগুড়া প্রতিনিধি এম আর জামান রাসেল, ময়মনসিংহ প্রতিনিধি রেজাউল আলম রাজন, ফেনী প্রতিনিধি শিমুল দাশ, নোয়াখালী প্রতিনিধি মনিরুল ইসলাম মার্ক, গাজীপুর মুমিনুল ইসলাম, মুন্সিগঞ্জ প্রতিনিধি রাখাল সোহাগ, সিলেট প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া, জামালপুর প্রতিনিধি আশীষ কুমার, কে ফোর্সের সদস্য সাজ্জাদুন নাঈম দুর্জয়, মোহাম্মদ আলাউদ্দিন, সাকেরুল, তুষার সম্পদ, অমিত, কৌশল, মেসবাহ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত