সিলেটটুডে ডেস্ক

১৮ নভেম্বর, ২০১৬ ২০:৫০

বাংলাদেশ-ভারত হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার ২১ নভেম্বর

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) সিলেট জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ ও ভারতের যৌথ বিজ্ঞান সেমিনার আগামী ২১ নভেম্বর সোমবার সকাল ১০টায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান সেমিনারে বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট হোমিও চিকিৎসক, লেখক, গবেষকবৃন্দ প্রবন্ধ উপস্থাপন ও আলোচনায় অংশগ্রহণ করবেন। এতে অংশগ্রহণ করতে ইচ্ছুক চিকিৎসক ও অনুরাগীদের ডেলিগেট হিসেবে নাম তালিকাভুক্ত করতে অনুরোধ জানানো যাচ্ছে।

বিজ্ঞান সেমিনার সফল ও স্বার্থক করার জন্য বাহোপ সিলেট জেলা শাখার সভাপতি ডা. বীরেন্দ্র চন্দ্র দেব, সাধারণ সম্পাদক ডা. এ.এ.এম শিহাব উদ্দিন, সেমিনার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নৃপেশ কৃষ্ণ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার দাস, অর্থ সম্পাদক ডা. গোপিকা রঞ্জন চক্রবর্তী সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

যোগাযোগ: ডা. এ.এ.এম শিহাব উদ্দিন (মোবা: ০১৭৫২-৯৬৯৩১১), ডা. দিলীপ কুমার দাস (মোবা: ০১৭২৯-৯৪৩১৩৬), ডা. গোপীকা রঞ্জন চক্রবর্তী মঞ্জু (মোবা: ০১৭১২-৪৫৫৪৫৭)।

 

আপনার মন্তব্য

আলোচিত