সিলেটটুডে ডেস্ক

২৭ নভেম্বর, ২০১৬ ০১:২৭

উপশহরে অপপ্রচারের মানববন্ধন

নগরীর সৈদানীবাগে সম্প্রতি জায়গা সংক্রান্ত বিরোধের জেরধরে সোনারপাড়া শিবগঞ্জ এলাকার বাসিন্দা উমেদুর রহমান উমেদ ও রাশেদুর রহমান রাশেদ জড়িয়ে অপপ্রচার চালানোর প্রতিবাদে উপশহরের এবিসি পয়েন্টে মানবন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১১টায় এ মানবন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সৈদানীবাগ এলাকার শতাধিক পরিবার অংশ নেয়।

এসময় বক্তারা বলেন, নগরীর সাদারপাড়া এলাকার বাসিন্দা সৈয়দ মিজানুর রহমানের জায়গাটি গত ১২ নভেম্বর সৈদানীবাগ এলাকার আজিজুল হোসেন, বাবুল হোসেন, মোবারক হোসেন গংরা জায়গা দখল করতে গেলে তাদেরকে মিজানুর রহমান পক্ষের সৈদানীবাগের বাসিন্দারা প্রতিহত করেন। এমনকি এ জায়গা নিয়ে সিলেটের জজকোর্ট ও হাইকোর্টেও রায় পাননি আজিজুল হোসেন, বাবুল হোসেন, মোবারক হোসেন গংরা। ভাড়াটিয়ারা নিরাপত্তা চেয়ে গত কয়েকদিন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার কার্যালয়ে লিখিত অভিযোগও দায়ের করেন। সৈদানীবাগ এলাকার বাসিন্দা মোক্তার হোসেনের সভাপতিত্বে ও আব্দুল আউয়ালের পরিচালনায় মানবন্ধনের উপস্থিত ছিলেন- মুহিবুল, কাজল, আলী, সুকেন, জমসেদ, সালাউদ্দিন, সামসু, সেলিম, ওয়াসিম, আলমগীর, আকির, জুয়েল, নাজিম, দ্বিন ইসলাম, শাকিল, আউয়াল, হেলিম, তরিকুন, আলিম, কাঞ্চন, শাহ আলম, মুজিব, রজব সেপুল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত