সিলেটটুডে ডেস্ক

২৮ নভেম্বর, ২০১৬ ১৮:০৭

জিন্দাবাজারে ‘ক্লাব ৩৬’ জেন্টস পার্লারের উদ্বোধন

সিলেট নগরীর জিন্দাবাজারে বারভূঁইয়া সিদ্দিক প্লাজা টাওয়ারের নিচ তালায় ‘ক্লাব ৩৬’ নামের একটি জেন্টস পার্লারের উদ্বোধন হয়েছে।

রোববার (২০ নভেম্বর) বিকাল ৪ টায় এই জেন্টস পার্লারের উদ্বোধন হয়।

জেন্টস পার্লারের স্বত্বাধিকারী কবির আহমেদ চৌধুরী ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড কমিশনার দিনার খান হাসু, ২২ নং ওয়ার্ড কমিশনার মিসবাহ উদ্দিন, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী তাপস দাস, সিরাজ আলী, মিজান চৌধুরী, উপশহর কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী দিদার হোসেন রুবেল, নিটোল ইনস্যুরেন্স এর কর্মকর্তা আবু বক্কর, কেএফসি সিলেট ব্রাঞ্চের ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম প্রমুখ।



ক্লাব ৩৬ জেন্টস পার্লারের স্বত্বাধিকারী কবির আহমেদ চৌধুরী বলেন, উদ্বোধনের প্রথম এক মাস আমরা চুল কাটায় কোন নির্দিষ্ট পরিমাণ টাকা গ্রহণ করবো না। যার যত ইচ্ছা ততোই দিতে পারবেন। প্রতিটি সিটের সাথে টিভি মনিটর সংযুক্ত থাকবে। মেশিন দ্বারা জীবাণুনাশক টাওয়াল ব্যবহার করা হবে যা সিলেটে সর্বপ্রথম। শীতাতপ নিয়ন্ত্রিত এই পার্লারে থাকবে বিশ্বের বিভিন্ন ব্র্যান্ডের ক্রিম ও প্রসাধনী সামগ্রী। বিদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কারিগর রয়েছে আমার এই পার্লারে।

সিলেটবাসীর চাহিদার উপর ভিত্তি করে ভবিষ্যতে আরো আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে আসা হবে বলে জানান কবির আহমেদ চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত