সিলেটটুডে ডেস্ক

২৮ নভেম্বর, ২০১৬ ১৯:০৩

সিসিকের উদ্যোগে ৩০ নভেম্বর থেকে মশক নিধন অভিযান

সিলেট সিটি কর্পোরেশন এলাকার ২৭টি ওয়ার্ডে একযোগে বুধবার (৩০ নভেম্বর) থেকে ৭ দিনব্যাপী মশক নিধন অভিযান পরিচালনা করা হবে।

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত এই মশক নিধন অভিযান পরিচালনাকালে সর্ব সাধারণের সহযোগিতা কামনা করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মশক নিধন কাজে নিয়োজিত স্প্রেম্যানদের সহযোগিতা করার পাশাপাশি নিজ নিজ এলাকার বাসা বাড়ি আঙ্গিনা পরিস্কার, ঝোপঝাড়, জঙ্গল ইত্যাদি পরিস্কার করে এবং মশার উৎপত্তি স্থলে মশার ঔষধ ছিটানোর কাজে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানিয়েছেন এনামুল হাবীব।

আপনার মন্তব্য

আলোচিত