সিলেটটুডে ডেস্ক

৩০ নভেম্বর, ২০১৬ ২২:৩৩

বৃহস্পতিবার থেকে সিলেটে শুরু হচ্ছে ‘বইয়ের আড়ং’

সিলেটের সৃজনশীল বইয়ের বিপণন প্রতিষ্ঠান ‘বইপত্র’-এর ২৬ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ‘বইয়ের আড়ং’। বিশেষ ছাড়ে পুরো ডিসেম্বর মাস জুড়ে বই বিক্রি করবে প্রতিষ্ঠানটি।

আড়ং উপলক্ষে নগরীর জিন্দাবাজারের রাজা ম্যানশনের দ্বিতীয় তলায় বইপত্র লাইব্রেরীতে বৃহস্পতিবার বেলা সাড়ে পাঁচটায় এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম।

প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী সেলিমা সুলতানা উদ্বোধনী অনুষ্ঠানে পাঠক-লেখক-শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি জানান, আড়ং চলাকালে বাংলাদেশি বই ২৫ থেকে ৫০ শতাংশ ছাড়ে এবং ভারতীয় বই এক রুপী সমান ১.৫ থেকে ১.৯ টাকায় বিক্রি হবে। বিশেষ ছাড়ে এই বই বিক্রি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

আপনার মন্তব্য

আলোচিত