সিলেটটুডে ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০১৬ ১৯:২৯

‘সেইভ দ্য ফিউচার’ এর উদ্যোগে ঢাকায় শীতবস্ত্র বিতরণ

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেইভ দ্য ফিউচার’ ফাউন্ডেশনের উদ্যোগে ২০ জন পথশিশুকে নতুন সোয়েটার ও ৮০টি শীতার্ত পরিবারকে শীতবস্ত্র প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকা ইউনিভার্সিটির পলাশীর মোড় এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ টিভির সিনিয়র সংবাদ উপস্থাপক জাবেদ কার্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও তেজগাঁও নাক, কান, গলা ইন্সটিটিউটের সহকারী রেজিস্টার ড. বাসুদেব সাহা।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক ও জিটিভির সিনিয়র নিউজ এডিটর জাহাঙ্গীর কবির রোকন, সংগঠনের নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা এবং আহবায়ক কাওসার আহমেদসহ সেইভ দ্য ফিউচারের সদস্যবৃন্দ।

সংগঠনটির নেতৃবৃন্দ ও সদস্যরা বলেন, অনেকের কাছে শীতকাল প্রিয় হলেও কিছু মানুষের জন্য তা দুঃখের কারণ। আর সেই দুঃখ একটুখানি হলেও লাঘবের চেষ্টায় আমাদের এই শীতবস্ত্র বিতরণের উদ্যোগ।

উল্লেখ্য, সেইভ দ্য ফিউচারের পরবর্তী শীতবস্ত্র বিতরণ ৯ ডিসেম্বর রবীন্দ্র সরোবরে। সেখানে ২০০ শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত