সিলেটটুডে ডেস্ক

০২ ফেব্রুয়ারি , ২০১৭ ১৯:১১

গ্লোবাল রিলিফ ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

যুক্তরাজ্য ভিত্তিক সেবা মূলক সংগঠন গ্লোবাল রিলিফ ট্রাস্টের উদ্যোগে অসহায় গরীব ১২০০ শীতার্ত মানুষের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জাফরাবাদ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাফরাবাদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মুক্তাদির।

প্রধান অতিথির বক্তব্যে লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খায়রুল আফরিন চৌধুরী বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। দারিদ্র ও অসহায় মানুষেরা আমাদের দেশ ও সমাজেরই অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরীব দু:খিদের পাশে দাঁড়ানো এবং মানবতার কাজে সকলের এগিয়ে আসা উচিত। আমাদের প্রতিটি মানুষের ভেতরে মানবতা যেন জাগ্রত থাকে সে দিকে লক্ষ্য রাখতে হবে। শুধু দারিদ্র মানুষেরা নয়, সমাজের শিশু, কিশোরসহ বঞ্চিত সকলের জন্য কাজ করা উচিত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং ডাইরেক্টর শাহিদুর রহমান, ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, এডভোকেট আজিজুল বারি, ৬নং লালাবাজার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুহিত হোসেন, জাফরাবাদ স্কুলের সিনিয়র শিক্ষক আলাউর রহমান সায়েখ, এলাকার বিশিষ্ট মুরব্বী মো. মখদ্দস আলী, বিশিষ্ট মুরব্বী সালিক মিয়া।

অনুষ্ঠান পরিচালনা করেন মো. ফখরুল ইসলাম। শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন রুহুল আমিন, মো. আব্দুল্লাহ, মো. আব্দুস শাহিদ মুরাদ, মো. সুহেদুর রহমান, মো. মাসুদ মিয়া, মো. ফজলে রহমান রাহি প্রমুখ।

উল্লেখ্য. গ্লোবাল রিলিফ ট্রাস্টের উদ্যোগে জাফরাবাদসহ দেশের বিভিন্ন স্থানে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।




আপনার মন্তব্য

আলোচিত