সিলেটটুডে ডেস্ক

২২ ফেব্রুয়ারি , ২০১৭ ০০:৩২

দক্ষিণ এশিয়ান সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ করবেন মাইস্নাম রাজেশ

দক্ষিণ এশিয়ান সাহিত্য সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লী যাচ্ছেন কবি,সংগঠক মাইস্নাম রাজেশ। ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স এন্ড লিটারেচারের (সার্ক এপেক্স বডি) আয়োজনে আগামী ২৪-২৬ ফেব্রুয়ারি তিনদিনব্যাপি এ উৎসব অনুষ্ঠিত হবে।

নয়াদিল্লীস্থ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারের সি ডি অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিল্লীস্থ বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী, আফগানিস্থানের রাষ্ট্রদূত শাইদা মোহাম্মদ আবদালি, ভুটানের রাষ্ট্রদূত ভি নামঙেয়েল, নেপালের রাষ্ট্রদূত দীপ কুমার উপাধ্যায়, শ্রীলংকার হাই কমিশনার চিত্রাঙ্গনি ওয়াগিশ্বর, সার্কের যুগ্ম সচিব প্রশান্ত আগরওয়াল, নেপালে ডেপুটি চীফ অব মিশন কৃষ্ণ প্রসাদ ধাকাল, সার্ক সেক্রেটারিয়েটের পরিচালক মেইহান সাইদী এবং শ্রীলংকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডি স্বর্ণপালা।

উৎসবে সার্কভুক্ত দেশের দেড় শতাধিক কবি, সাহিত্যিক, শিক্ষক, লেখক অংশগ্রহণ করবেন। কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, নাট্যজন রামেন্দ্র মজুমদার, কবি নুরুল হুদা, অধ্যাপক ফকরুল আলম, ড. নিয়াজ জামান, বিমল গুহ, ড. হুমায়ুন কবীর সহ বাংলাদেশের ২৫ জনের এক প্রতিনিধি দল উৎসবে অংশগ্রহণ করবেন।

আপনার মন্তব্য

আলোচিত