সিলেটটুডে ডেস্ক

১২ জুন, ২০১৭ ১৭:২২

শিল্পী-ঐক্যজোটের সাধারণ সম্পাদকের সাথে সিলেটের সংস্কৃতি কর্মীদের সাক্ষাত

গত ১০ জুন সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের মহড়া কক্ষ শারদা হলে শিল্পী-ঐক্যজোট বাংলাদেশ এর সাধারণ সম্পাদক, নাট্যনির্মাতা জি এম সৈকতের সাথে সাক্ষাত করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও সংস্কৃতি কর্মী ও সংস্কৃতিজনেরা।

নাট্যনির্মাতা জি এম সৈকত বলেন, সারাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় অসহায় -দুস্থ এবং নতুন শিল্পীদের জন্যে কাজ করে যাচ্ছে শিল্পী ঐক্যজোট বাংলাদেশ, তার ধারাবাহিকতায় সিলেটেও কার্যক্রম শুরু করতে যাচ্ছে এই সংগঠন।

এসময় উপস্তিত ছিলেন সম্মিলিত নাট্যপরিষদ সিলেট এর সভাপতি মিশফাক আহমেদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, শিল্পী ঐক্যজোট পাবনা অঞ্চলের আহবায়ক যুবরাজ ফারুক, টাংগাইল অঞ্চলের আহবায়ক সুজন রাজা, নাট্যকর্মী আবু বকর আল আমিন, শাবিপ্রবি প্রতিনিধি মোরসালিন পলাশ, সিকৃবির খালেদ রহমান রাব্বি, নর্থ ইস্ট ইউনিভার্সিটির ওলি রহমান, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আদনান সামি নাহিয়ান, লিডিং ইউনিভার্সিটির সব্যসাচী চক্রবর্তী,  মদন মোহন কলেজের স্বপন আহমেদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ।
ঈদের পর আনুষ্ঠানিকভাবে সিলেটে কার্যক্রম শুরু করার ঘোষণা দেন সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত