সিলেটটুডে ডেস্ক

১২ জুন, ২০১৭ ২২:২১

দক্ষিণ সুরমায় মুক্তিযোদ্ধা তৈয়ব আলী সড়কের উদ্বোধন

দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেছেন, বর্তমান সরকার গ্রাম বান্ধব সরকার। গ্রামের মানুষের জীবন মান উন্নয়নের সরকার কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গ্রামের রাস্তাগুলোকে পাককরণ করা হচ্ছে। এতে গ্রামের মানুষ সহজে যাতায়াত করতে পারছে এবং গ্রামের কৃষকদের উৎপাদিত শস্যের ন্যায্য মূল্য পাচ্ছে। ফলে গ্রামের মানুষের জীবন যাপনের মান দিন দিন উন্নত হচ্ছে।

সোমবার (১২ জুন) বিকেলে কামালবাজার ইউনিয়নের পুরানগাঁও মুক্তিযোদ্ধা তৈয়ব আলীর বাড়ীর রাস্তা ১ লক্ষ টাকা ব্যয়ে ১১৫ ফুট সিসি ঢালাই কাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা প্রকৌশলী আফছর আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী হোসেন আহম্মদ, কামালবাজার ইউনিয়ন পরিষদের প্রশাসক চন্দন দত্ত, ৪নং ওয়ার্ড সদস্য সমরেন্দ্র মোহন দে, ৯নং ওয়ার্ড সদস্য আতিকুল হক প্রমুখ। এসময় ইউপি মেম্বারবৃন্দ, এলাকার মুরব্বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত