সিলেটটুডে ডেস্ক

১৫ জুন, ২০১৭ ১৯:৪২

‘জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে আলেমদের প্রহরীর ভুমিকা পালন করতে হবে’

উলামা মাশায়েখ পরিষদ এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী ও বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারী জেনারেল ড. মাওলানা খলীলুর রহমান মাদানী বলেছেন-দেশের আধ্যাত্মিক রাজধানী পূন্যভুমি সিলেট হচ্ছে আলেম-উলামাদের শক্তিশালী ঘাটি। তাই সময়ের অপরিহার্য দাবীর প্রেক্ষিতে সিলেট থেকেই আলেম সমাজের বৃহৎ ঐক্যের সুচনা করতে হবে।

জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আলেম সমাজকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। ইতিহাস স্বাক্ষী আলেম সমাজ যখনই ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছেন তখনই ইসলাম বিরোধী শক্তি নত শিকার করতে বাধ্য হয়েছে। দেশে ইসলাম, স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র চলছে। এ থেকে জাতিকে মুক্ত করতে ছোট ছোট বিরোধ বাদ দিয়ে আলেম-উলামাদেরকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি বৃহস্পতিবার উলামা মাশায়েখ পরিষদ সিলেট বিভাগ আয়োজিত “জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সিয়ামের ভুমিকা” শীর্ষক আলোচনা সভা ও উলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পরিষদের সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক মুফতী মাওলানা ফয়জুল হক জালালাবাদীর সভাপতিত্বে ও সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে সিলেট বিভাগের প্রায় শতাধিক শীর্ষ স্থানীয় আলেম অংশ নেন।

নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী কানুন বাস্থবায়ন পরিষদের কেন্দ্রীয় আমীর মাওলানা আবু তাহের জিহাদী। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, শায়খ মাওলানা ইসহাক আল মাদানী, মাওলানা নওফল আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মাসুক আহমদ সালামী, মাওলানা গাজী রহমতুল্লাহ, মাওলানা হাবিব আহমদ শিহাব, মুফতি মাওলানা আলী হায়দার, মাওলানা মতিউর রহমান, মাওলানা আব্দুল হক মৌলভীবাজারী, মাওলানা আসলাম রহমানী, মাওলানা আব্দুস সালাম আল মাদানী, শায়খ সাঈদ নুরুজ্জামান আল মাদানী, ড. মাওলানা এএইচএম সুলায়মান, প্রফেসর ড. মাওলানা ফয়জুল হক, হাফিজ মিফতাহুদ্দিন, মাওলানা আব্দুল মতিন ধনপুরী, অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

উপস্থিত ছিলেন-ক্বারী মাওলানা জমির উদ্দীন, অধ্যাপক মাওলানা সৈয়দ ইকরামুল হক, মাওলানা আব্দুর রাজ্জাক মৌলভীবাজারী, মাওলানা জালাল উদ্দিন ভুইয়া, মাওলানা জুবায়ের আহমদ কুর্শি, হাফিজ মাওলানা মুজিবুর রহমান, হাফিজ মাওলানা তানিম আহমদ চৌধুরী, মাওলানা জহুরুল হক, মাওলানা কুতুব উদ্দিন চৌধুরী, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আব্দুন নুর, মাওলানা সিরাজ উদ্দিন, মাওলানা আব্দুল সালিক, অধ্যক্ষ মাওলানা হাফিজ আব্দুল হালিম, মাওলানা মাহবুবুর রহমান নোমানী সহ সিলেটের শীর্ষ স্থানীয় শতাধিক আলেমে দ্বীন।

আপনার মন্তব্য

আলোচিত