সংবাদ বিজ্ঞপ্তি

১৭ আগস্ট, ২০১৭ ২২:২৮

সিলেট সদর উপজেলার বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ

সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ বলেছেন, বন্য কবলিত এলাকার কোন মানুষ খাদ্যের অভাবে দুর্ভোগ পোহাতে হবে না। জননেত্রী শেখ হাসিনা সরকারী ভাবে বানবাসী মানুষের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছেন। সিলেট-১ আসনের এমপি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সদর উপজেলার বন্য কবলিত মানুষদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন এবং আমার ব্যক্তিগত তহবিল থেকেও ত্রাণ বিতরণ করছি। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার যে কোন দুর্যোগে গরীব-দুঃখী মানুষের পাশে সবসময় রয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দিনব্যাপী সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের আলীনগর ১নং ও ২নং ওয়ার্ডের পালপুর দাখিল মাদরাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, হেংলাকান্দি জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নোয়াগাঁও গ্রামে ত্রাণের চাল বিতরণ কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনফর আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক খান, আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিত আলম শফিক মেম্বার, মুজাহিদ আলী মেম্বার, কয়েছ আহমদ মেম্বার, মানিক মিয়া মেম্বার, শরীফ আলী মেম্বার, আওয়ামীলীগ নেতা আব্দুর রউফ, ইয়াছিন আলী, সাহেল খান, তুরাব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ সম্পাদক শাহজাহান, যুবলীগ নেতা আব্দুল কাদির, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আল মামুন শাহীন, উপজেলা ছাত্রলীগ নেতা সেলিম আহমদ, বুরহান উদ্দিন রব্বানী, নুরুল আমীন, তারেক আহমদ, শোয়েব আহমদ, জাকারিয়া হাসান হৃদয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় কান্দিগাঁও ইউনিয়নের নোয়াগাঁও, চামাউরা কান্দি, জৈনকারকান্দি, শান্তিপুর গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আমির আলী, আব্দুল করিম, হাজী আব্দুন নূর, মনির আলী মেম্বার, মনির মিয়া, আব্দুল জব্বার, আব্দুল লতিফ, ছৈইল মিয়া, আলা উদ্দিন, ইউপি মেম্বার আব্দুল মজিদ, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা আক্তার, ফরিদ আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত