সিলেটটুডে ডেস্ক

২৬ আগস্ট, ২০১৭ ১৬:৪৯

মৌলভীবাজারে এবি ব্যাংকের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ও আখাইল কুড়া ইউনিয়নে স্থানীয় জেলা প্রশাসনের সহযোগিতায় এবি ব্যাংক লিমিটেডের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার জেলার একাটুনা ও আখাইল কুড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচিতে মোট ৫৫০টি বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

এই ত্রাণ বিতরণ কার্যক্রমে মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল আহমেদ, ইউএনও (সদর মোহাম্মদ ইকবাল হোসেন, এবি ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান চৌধুরী উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদদ্বয়ের চেয়ারম্যান আবু সুফিয়ান (একাটুনা) এবং সেলিম আহমদ (আখাইল কুড়া) উপস্থিত ছিলেন। এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন এবি ব্যাংক লিঃ প্রধান কার্যালয় থেকে আগত ঋন বিভাগের মোঃ সাইফুল ইসলাম খান, ভিপি, কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের এস.এম আবুল কালাম আজাদ, এসপিও এবং সাব্বির আহমেদ। এছাড়া সিলেট বিভাগের বিভিন্ন শাখার প্রধানগণ সহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। 

আপনার মন্তব্য

আলোচিত