বিশ্বনাথ প্রতিনিধি

২৬ আগস্ট, ২০১৭ ২৩:৩৪

বিশ্বনাথের সমসপুর প্রাইমারি স্কুলে প্রবাসীর স্কুল-ড্রেস বিতরণ

বিশ্বনাথ উপজেলার সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্যের নিউহাম আ’লীগের লন্ডন শাখার সভাপতি বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি মোবারক আলীর অর্থায়নে ১৮০জন শিক্ষার্থীদের মধ্যে ওই স্কুল-ড্রেস বিতরণ করা হয়।

শনিবার (২৬আগষ্ট) স্কুল ড্রেস বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী।

সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আলতাফুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন স্কুল ড্রেস দাতা যুক্তরাজ্য প্রবাসী মোবারক আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কাছা মিয়া মেম্বার, আব্দুর রহমান, আব্দুশ শহীদ, দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাজুল ইসলাম, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সাধারণ সম্পাদক মো: আবুল কাশেম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলী।

স্কুল-ড্রেস বিতরনী সভায় প্রবীণ মুরব্বি চেরাগ আলী, শহীদুল ইসলাম, মরম আলী, নেছার মিয়া, ইসলাম উদ্দিন, সাইদুল ইসলাম, সমুজ আলী, কয়ছর মিয়া, নুর মিয়া, আব্দুস শহীদসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত